Executive Director-নির্বাহী পরিচালক
১৯৯৩ খৃষ্টাব্দ থেকে দরিদ্র ও দরিদ্রতম জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু সংখ্যক জেলার প্রত্যন্ত অঞ্চলে আন্তরিকভাবে সফলতার সাথে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে “জাকস ফাউন্ডেশন”। বিভিন্ন প্রতিকুল পরিস্থিতি থাকা সত্বেও “জাকস ফাউন্ডেশন” এর উত্তরোত্তর উন্নতিতে আমরা খুবই আনন্দিত। অনেক প্রাপ্তি ও অর্জনের পথে আরও কিছু সিঁড়ি বেয়ে সফলতার সাথে একটি কর্মমুখর সময় অতিক্রম করল “জাকস ফাউন্ডেশন”। অত্র সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য ও সফলতা অর্জনে যাঁরা সহযোগিতা করেছেন এবং অব্যাহত রেখেছেন তাঁদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। “জাকস ফাউন্ডেশন” মনে প্রাণে বিশ্বাস করে সম্বলিত আন্তরিক ও নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকলে যে কোন মহৎ উদ্দেশ্য অসম্ভব নয়। “জাকস ফাউন্ডেশন” এর কাঙ্খিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের বিষয়টি খুব সহজ সাধ্য ছিল না। অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মীর অক্লান্ত পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার ফলাফলে আজকের এ “জাকস”। এ জন্য সংস্থার সার্বিক কার্যক্রমের সাথে জড়িত লক্ষিত জনগোষ্ঠি, সহযোগী সংস্থা সমূহ, সংস্থার নিবেদীত প্রাণ কর্মী, কর্মকর্তা, এবং শুভাকাঙ্খীদের জানাই আন্তরিক অভিনন্দন, কেননা তাঁদের সহযোগীতা ও প্রচেষ্টা ছাড়া এ অর্জন কখনই সম্ভব হতো না। গভীরভাবে কৃতজ্ঞতা জানাই “পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)” কে যাঁর অব্যহত আর্থিক সহযোগীতা, দিক নির্দেশনা ও পরামর্শ না পেলে “জাকস” এর কর্মব্যপ্তি এবং স্থায়ীত্বশীল প্রতিষ্ঠানের অবস্থান হতো না। এছাড়া বিশেষভাবে এনজিও ফোরাম, এডাব, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সিভিল সার্জন, স্থানীয় প্রশাসন, প্রতিষ্ঠান সমূহের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের সহযোগিতায় অত্র সংস্থা একটি গতিশীল ও দ্রæত স¤প্রসারনশীল সংস্থা হিসাবে পরিচিতি ও সুনাম অর্জন করেছে। আমরা প্রত্যাশা করি নতুন বছর ২০২৪ সালে অত্র সংস্থা তাঁর কর্মকান্ড বৃদ্ধির মাধ্যমে দারিদ্রমুক্ত ও সমৃদ্ধশীল বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে। আমরা আরো প্রত্যাশা করি “জাকস” এর আর্থিক ও কারিগরি সহযোগীতার মাধ্যমে অসহায়, সম্বলহীন, অবহেলিত, নির্যাতিত ও সামাজিকভাবে বঞ্চিত দরিদ্র, অতিদরিদ্র, প্রান্তিক ক্ষুদ্রচাষী ও ক্ষুদ্রউগ্যোক্তা জনগোষ্ঠি নিজেদেরকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে। “জাকস ফাউন্ডেশন” উন্নয়ন সহযোগী হিসাবে বরাবরের মত তাঁদের পাশে সবসময় থাকবে। সকলের সার্বিক সহযোগিতার জন্য জানাই আন্তরিক অভিনন্দন।